
করোনাভাইরাস আতঙ্কে লকডাউন চলছে বিশ্বজুড়ে। মানুষ এখন ঘরে বসে সময় কাটাচ্ছে। তাই এই সময়টাতে বেড়ে গেছে ইন্টারনেট ব্যবহার। ছবি, সিরিজ দেখার প্রবণতা হঠাৎই বেড়ে গেছে। এমনই রিপোর্ট দিচ্ছে অনলাইন স্ট্রিমিং-সাইটগুলো।
এরমধ্যেই ভাইরাল হয়েছে নেটফ্লিক্স এর এক দক্ষিণ কোরিয়ার সিরিজ- My Secret, Terrius। এই সিরিজে স্পষ্ট দেখানো হয়েছে করোনাভাইরাস আতঙ্ক। দেখানো হয়েছে কীভাবে স্পর্শের মাধ্য়মে আগুনের মতো ছড়িয়ে পড়ে এই প্রাণঘাতী ভাইরাস।
কোরিয়ান এই শো সম্পর্কে খোঁজ নিলে জানা যাবে, ‘চারপাশ থেকে বিচ্ছিন্ন এক গোয়েন্দা ফাঁস করবে প্রতিবেশীর মৃত্যুর কারণ।' সাধারণ দৃষ্টিতে রহস্য সিরিজ মনে হলেও, My Secret, Terrius-এর প্রথম সিজনের ১০ম এপিসোডে স্পষ্ট করোনাভাইরাস সম্পর্কে জানানো হয়েছে।
এক টুইটার ইউজার সেই ভিডিও পোস্ট করেও দেখিয়েছেন, ৫৩ মিনিটে প্রাণঘাতী ভাইরাস সম্পর্কে এবং এর প্রভাব নিয়ে যা তথ্য় জানানো হয়েছে, তা বর্তমান পরিস্থিতির সঙ্গে অনেকটাই মিল পাচ্ছেন নেটিজেনরা। প্রসঙ্গত, কোরিয়ান এই সিরিজটি ২০১৮ সালের।
এমএম/পাবলিকভয়েস