খুলনার পাইকগাছায় কোমল পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে আপন দুই বোনকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চাচাকে আটক করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম কিশোরীরা হল ওই গ্রামের হালিম গাজীর দুই মেয়ে।
পুলিশ ও হালিম গাজী জানান, অসৎ উদ্দেশে গজালিয়া গ্রামের মোক্তার গাজীর ছেলে কামরুল গাজী (২৮) কোমল পানীয়ের সঙ্গে বিষাক্ত জাতীয় দ্রব্য মিশিয়ে ভাতিজি দুই বোনকে পান করতে দেন। কিছুক্ষণ পর দুই বোন অসুস্থ হয়ে পড়লে তাদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়।
পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফী জানান, এ ব্যাপারে পাইকগাছা থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এসএস