ডেস্ক রিপোর্ট: নোয়াখালীতে এক খুনের মামলায় একসাথে বিএনপির ২২২ নেতাকর্মীকে জেলে পাঠানোর খবর পাওয়া গেছে। এক মামলায় একসাথে এতজনকে জেলে পাঠানোর ঘটনা বিরল!
সূত্র জানায়, নোয়াখালী জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ২২২ নেতাকর্মী মঙ্গলবার (১৫ জানুয়ারি ২০১৯) নিম্ন আদালতে জামিনের জন্য আত্মসমর্পণ করে। আদালত ২১৮ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। একই আদালতে জামিন পান চারজন।
বিবাদী পক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান জানান, ‘এ মামলার বাদী ৩৬৫ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। পরে নিহতের পিতা মফিজ উল্লাহ বাদী হয়ে ২৭ জনের বিরুদ্ধে আদালতে আরো একটি পিটিশন মামলা দায়ের করেন। পুলিশ চার্জশিট দাখিল পর্যন্ত তাদের জামিন দেওয়া যেতে পারে মর্মে হাইকোর্ট নির্দেশনা প্রদান করে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তারা মঙ্গলবার আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গত ১১ ডিসেম্বর বিকেলে সদর উপজেলার দক্ষিণ এওজবালিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক সংঘর্ষে যুবলীগ নেতা মো. হানিফ নিহত হন। এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা সুমন বাদী হয়ে এওজবালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান স্বপনকে প্রধান আসামি করে ৩৬৫ জনের বিরুদ্ধে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সূত্র: ইত্তেফাক