
পাবলিক ভয়েস, নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ অনির্দিষ্টিকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ ঘোষণা দেয়।
বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত আসছে....
উল্লেখ, করোভাইরাসের প্রাদুর্ভাব কমাতে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে গতকাল সোমবার সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। মন্ত্রীসভার বৈঠক শেষে গতকাল বিকেলে সরকারি অফিস-আদালত বন্ধসহ ১০ দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংশ্লিষ্ট খবর:
করোনাভাইরাস রোধে যা যা করবে সেনাবাহিনী
পরে সোমবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের সংক্রমণরোধে সেনাবাহিনীর গৃহীত কার্যক্রমের বর্ণনা দেয়া হয়।
এ লক্ষে আজ সকাল থেকেই সারাদেশে সৈনিকরা মাঠে নেমেছে। এর আগে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়। এছাড়া এর আগে থেকেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
/এসএস