আবির, বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে প্রথম ধাপে কার্যক্রম শেষ হয়েছে গত বৃহস্পতিবার। মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির পরেও ৪০৭ টি আসনসংখ্যা ফাঁকা রয়েছে। ফাঁকা আসনের বিপরীতে অপেক্ষমাণ শিক্ষার্থীরা সুযোগ পাবেন।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে মোট ১ হাজার ৩১৫ টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৯০৮ জন এবং ফাঁকা আছে ৪০৭ টি আসন।
গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটির দায়িত্বে থাকা ৬ টি অনুষদের সমন্বয়ক পৃথকভাবে ইউনিটভিত্তিক আসন ফাঁকা থাকার বিষয়টি নিশ্চিত করেন।
বিভিন্ন অনুষদ সূত্রে জানা যায়, কলা অনুষদভুক্ত A ইউনিটে ফাঁকা আছে ৬৭ টি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত B ইউনিটে আছে ১০১ টি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত C ইউনিটে ফাঁকা আছে ৩৩ টি, বিজ্ঞান অনুষদভুক্ত D ইউনিটে আছে ১২৩ টি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত E ইউনিটে আছে ১৯ টি এবং জীব ও ভূ বিজ্ঞান অনুষদভুক্ত F ইউনিটে আছে ৬৮ টি আসন সংখ্যা।
ভর্তি কমিটির সূত্রে জানা যায়, ফাকা আসনের বিপরীতে সাক্ষাৎকারর নেওয়া হবে পুনর্নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি এবং পরের দিনিই নির্বাচিতদের ২৮ জানুয়ারি ভর্তি করা হবে। যদিও নির্ধারিত সময় ছিলো সাক্ষাৎকার ২২ জানুয়ারি এবং ভর্তি ২৩ জানুয়ারি।
এছাড়াও ভর্তি সংক্রান্ত সকল প্রকার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।
উল্লেখ্য, গত ২-৫ ডিসেম্বর ২০১৮ তারিখে ৬ টি অনুষদভুক্ত ২১ টি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ভার্তি পরিক্ষা সম্পন্ন হয়। যার সাক্ষাৎকার সম্পন্ন হয়েছিলো ৯ এবং ১০ জানুয়ারি।