প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন সন্দেহে রাজবাড়ীর পাংশা উপজেলার এক ব্যক্তিকে ঢাকায় পাঠিয়েছেন সিভিল সার্জন । শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম। ওই বেক্তি স্থানীয় আওয়ামী লীগ নেতা বলেও জানা গেছে।
ডা. মো. নুরুল ইসলাম, ওই ব্যক্তি গত ৮ মার্চ ভারত থেকে দেশে ফেরেন । এরপর থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। গত শুক্রবার অসুস্থ বোধ করলে তাকে পাংশার একটি ক্লিনিকে আইসোলেশনে রাখা হয়। পরে তাকে করোনা সন্দেহে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ওই ব্যক্তি সুস্থ আছেন বলে জানান জেলার সিভিল সার্জন ।
সিভিল সার্জন সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে বিদেশ ফেরত ১৮২ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সবাই সুস্থ আছেন এবং স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত তাদের খোঁজ-খবর নিচ্ছেন।
এমএম/পাবলিকভয়েস