
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৯টার দিকে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৬ জন। নিহতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া চুনতি রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় চকরিয়াগামী যাত্রীবাহী লেগুনা ও চট্টগ্রামগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অধিকাংশের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কয়েকজনের মৃত্যু হয়।
আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এসএস