লকডাউনে নিউইয়র্কসহ মার্কিন ৫ রাজ্য: নিহত ২৫০, আক্রান্ত ১৯৩০০

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
নিউইয়র্ক, ছবি: ইউএসটুডে

শাহনূর শাহীন,পাবলিক ভয়েস: করোনা প্রকোপে লকডাউনে গেছে যুক্তারাষ্ট্রের নিউইয়র্ক। মানুষের জীবনের জন্য পরিহার্য এমন ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে। শুক্রবার সকালে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো ‘লকডাউন’ এর ঘোষণা দেন।

এছাড়াও লকডাউনে গেছে ইলিনয়, ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়া, কানেক্টিকাট অঙ্গরাজ্য। খবর সিবিএস নিউজ। শুক্রবার  (২১ মার্চ) সকালে (স্থানীয় সময় শনিবার রাত ১২টা) এ খবর দিয়েছে সিবিএস নিউজ।

ইলিনযয়ের গভর্নর জে বি প্রিটজকার, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম, পেনসিলভেনিয়ার গভর্নর টম ওল্ফ, কানেক্টিকাটের গভর্নর নেড ল্যামন্ট স্ব স্ব অঙ্গরাজ্যে লকডাউনের এ ঘোষণা দিয়েছেন।

এ নির্দেশনা অনুযায়ী স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের জরিমানা গুনতে হবে বলেও সতর্কতা দেয়া হয়েছে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করছি। একটা জীবনও যদি বাঁচাতে পারি, তাহলে খুশি হব। পুরো রাজ্যজুড়ে গ্রোসারি স্টোর , ফার্মেসির মতো জরুরি ব্যবসা-বাণিজ্য খোলা থাকবে। সব ধরনের আউটডোর কার্যক্রম, স্পোর্টস বন্ধ থাকবে।

এন্ড্রু কুওমো আরো বলেন, সরকারি, বেসরকারি কর্মচারীদের মধ্যে যারা জরুরি কাজে নিয়োজিত নয়—তাদের ঘর থেকে কাজ চালিয়ে যেতে হবে। লন্ড্রি, রেস্টুরেন্টে শুধু ডেলিভারি, পেট্রল পাম্প এবং সীমিত গণপরিবহন চালু থকবে।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিস্থিতি:

দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। ভাইরাস শনাক্ত হয়েছে ১৯৩০০ জনেরও বেশি লোকের শরীরে। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ওয়াশিংটন সিটিতে ৮৩জন। এরপরই মৃত্যের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্কে ৪৬জন। সর্বনিম্ন ১জন করে মারা গেছে ১০টি রাজ্যে।

রাজ্যভিত্তিক মৃতের সংখ্যা হলো:

ওয়াশিংটন-এ ৮৩জন।
নিউইয়র্ক- এ ৪৬জন।
ক্যালিফোর্নিয়া- তে ২৪জন।।
লুইসিয়ানা- তে ১৪জন।
জর্জিয়া- তে ১৩জন।
নিউ জার্সি- তে ১১জন।
ফ্লোরিডা- এ ১০জন।
ইলিনয়- এ ৫ জন।
টেক্সাস- এ ৫জন।
কলোরাডো- তে ৪ জন।
মিশিগান- এ ৩জন।
ওরেগন- এ ৩জন।
কানেক্টিকাট- এ ৩জন।
উইসকনসিন- এ ৩জন।
ইন্ডিয়ানা- তে ৩জন।
ভার্জিনিয়া- তে ২জন।
মিসৌরি- তে ২জন।
কেনটাকি- তে ২জন।
ওহিও- তে ২জন।
ভার্মন্ট- এ ২জন।
মিসিসিপি- তে ১জন।
নেভাডা- তে ১ জন।
কানসাস- এ ১জন।
দক্ষিণ ডাকোটা- তে ১জন।
দক্ষিণ ক্যারোলিনা- তে ১জন।
পেনসিলভেনিয়া- তে ১জন।
মেরিল্যান্ড- এ ১জন।
ওকলাহোমা- তে ১জন।
ম্যাসাচুসেটস- এ ১জন।
জেলা কলম্বিয়া- তে ১জন।

/এসএস/সিবিএসনিউজথেকে অনুবাদ/পাবলিকভয়েস/

মন্তব্য করুন