ভোলা প্রতিনিধি : ভোলার সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় চাল, পেয়াজসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্য অধিক দামে বিক্রির অপরাধে ২০ ব্যবসায়ীকে ৩ লাখ ১৭ হাজার পাঁচশত টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এদের মধ্যে ভোলা সদরে পাঁচ ব্যবসায়ীকে ৭০ হাজার, বোরাহনউদ্দিনে ৯ ব্যবসায়ীকে ২ লাখ ৪০ হাজার ও চরফ্যাশনে ৬ ব্যবসায়ীকে ১৭ হাজার পাঁচশত টাকা।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের কয়েকটি টিম বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করেন।
ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ানুল ইসলাম ও মো. শাকিল মিঞার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের পৃথক দুটি টিম শহরের কাঁচা বাজার, খালপাড় সড়ক ও মুদিপট্টিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের বাজারে অভিযান চালায়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে মেসার্স সুরমা ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা ও মেসার্স শাহানা ট্রেডার্সের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই অপরাধে ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক, জসিম উদ্দিন ও মোহাম্মদ জুয়েলকে পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
অপর দিকে ভোলার বোরাহনউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম বোরহানউদ্দিন পৌরসভা ও কুঞ্জেরহাট বাজারে অভিযান চালায়। এসময় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে পৌর শহরের ব্যবসায়ী এমরান হোনেকে ৫০ হাজার, মো. শাজাহানকে ৫০ হাজার, নজরুল ইসলামকে ২০ হাজার, মো. শাকিলকে ১০ হাজার ও অবৈধ পলিথিন বিক্রির অপরাধে নজরুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে কুঞ্জেরহাট বাজারের মুদি ব্যবসায়ী মো. শাহজাহানকে ৩০ হাজার, মো. শাহিনকে ৩০ হাজার, মো. এরশাদকে ৩০ হাজার ও পলিথিন বিক্রির অপরাধে সুকন্ঠ সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বৃহষ্পতিবার দিবাগত রাতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম চরফ্যাশন বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পন্য বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে ১৭ হাজার ৫০০টাকা জরিমানা প্রদান করেন।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বাজার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। কেউ যাতে গুজব ছড়িয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।