
শাহনূর শাহীন, পাবলিক ভয়েস: মহামারী করোনাভাইরাস বিশ্বজুড়ে যতোটা না প্রাণঘাতী আক্রমণ করছে তারচে বেশি মানুষকে মানুষকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। পুরো পৃথিবীকে অচল করে দিয়েছে মহাআতঙ্ক ছড়ানো এই করোনাভাইরাস।
ক্রমেই জাতীয়-আন্তর্জাতিক ও আন্তঃযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো পৃথিবী। মানুষের স্বাভাবিক জীবন যাপন বন্ধ হয়ে গেছে অসংখ্য দেশের। মসজদি, মন্দির, গির্জা কোথাও কোনো মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না মহামারী এ ভাইরাস আতঙ্কে।
বিশ্বমুসলিমের প্রাণের ভুমি পবিত্র মক্কা-মদিনাতেও নিরবে অশ্রু ফেলছে ধর্মপ্রাণ মুসলামনগণ। দুই পবিত্র মসজিদ হারামাইন-শরীফাইনসহ সৌদি আরবের সকল মসজিদে আমভাবে (উন্মুক্ত) জামায়াত স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য।
প্রথমে ১৭ মার্চ মঙ্গলবার সন্ধায় এক ঘোষণায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় মসজিদে নববী ও মসজিদ আল হারামসহ সকল মসজিদে নামাজ স্থগিত ঘোষণা করে। ঘোষণার পর প্রথম এশার নামাজের আজানে মসজিদে নববীতে ‘আস সালাতু ফি বুয়ুতিকুম’ ‘ঘরে নামাজ পড়ুন’ বাক্য সংযোজন করে আজান দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই সংশোধনী জারি করে সৌদি কর্তৃপক্ষ।
পরবর্তী ঘোষণায় হারামাইন শরীফাইন ছাড়া অন্য সকল মসজিদের জন্য এই স্থগিত ঘোষণা বহাল রাখা হয়। সর্বশেষ আজ শুক্রবার সকালে এক ঘোষণায় পুনরায় দুই মসজিদেও নামাজ স্থগিত ঘোষণা করা হয়। এরপর প্রথম ওয়াক্ত হিসেবে আজ জুমার নামাজ আদায় করা হয় দুই মসজিদে।
জুমআ’র নামাজে মুসুল্লিদের জন্য উন্মুক্ত জামায়াত বন্ধ থাকলেও মসজিদের কর্মরত খাদেম, দায়িত্বশীল, ইমাম-খতিব, মুয়াজ্জিন ও অন্যান্য কর্মকর্তাগণ নামাজে অংশগ্রহণ করেন। মসজিদে নববীতে জুমআ’র নামাজে ইমামতি করেন শায়েখ আহমেদ তালেব হামেদ।
বিশ্ববাসীর সংকটময় মূহুর্তে মদিনার পবিত্র মসজিদে জুমাআ’র নামাজে কান্নায় ভেঙে পড়েন ইমাম শায়েখ আহমেদ তালেব হামেদ। নামাজের শুরুতেই তিনি কান্না করতে থাকেন।
হারামাইন শরীফাইন এর অনলাইন মুখপাত্র অফিসিয়াল ফেসবুক পেজ (Haramain Sharifain)-এ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, নামাজের জন্য ইক্বামত শেষ হওয়ার পরও নামাজ শুরু করতে কিছুটা সময় নেন কান্নারত শায়েখ আহমেদ তালেব।
এরপর আবেগাপ্লুত শায়েখ তালেব কান্নজড়িত গলায় নামাজের তাকবির শুরু করেন। প্রথম রাকাআতে সুরাহ ফাতিহা শেষ করার পর সুরা আল-আ’লা তেলাওয়াত করেন। দ্বিতীয় রাকাআতে তেলাওয়াত করেন সুরা গাশিয়াহ। দুই রাকাআত নামাজের পুরোটা সময় কান্নাবিজড়িত কন্ঠে তেলাওয়াত করেন শায়েখ আহমেদ তালেব হামেদ।
এর আগে জুমআ’র খুতবার সময়ও শায়েখ আহমেদ তালেব হামেদ আবেগতাড়িত বক্তব্য রাখেন। বিশ্বময় আতঙ্ক ছড়ানো করোনাভাইরাস নিয়ে সতর্কতা ও করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শায়েখ আহমেদ তালেব।
প্রসঙ্গ, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। ভাইরাসের উৎপত্তিস্থল চিনের পর ইতালিতে সবচে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ২৪ঘন্টায় দেশটিতে ৫ চিকিৎসকসহ ৪২৭ জন মারা গেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়ে প্রায় সাড়ে তিন হাজার।
সৌদি আরবেও এখন পর্যন্ত ২৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে সৌদি আরবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।