
এখন থেকে হাতে কালি দিয়ে সিল মেরে দেয়া হচ্ছে হোম কোয়ারেন্টাইন্ড প্রবাসীদের। আজ শুক্রবার থেকেই বিমানবন্দরে অবতরণ করা প্রবাসীদের তাপমাত্রা পরীক্ষা করেই এমন পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।
এখন থেকে ফ্লাইটগুলোতে যত বিদেশ ফেরত যাত্রী আসছেন তাদের তাপমাত্রা পরীক্ষা করে যাদের করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে তাদেরকে সেনাবহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন করা হচ্ছে আর যাদের তাপমাত্রা সন্দেহজনক মনে হচ্ছে না তাদের হাতে সিল মেরে বাড়িতে হোম কোয়ারেন্টাইন অবস্থায় থাকতে বলা হচ্ছে।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড় এ ভাইরাসে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ৯০ হাজারেরও বেশি মানুষ।
চিনের পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। চিনের পরিস্থিতি এখন স্থিতিশীল হতে শুরু করলেও ইতালিতে করুণ পরিস্থিতি তৈরি হয়েছে।
/এমএম/এসএস