করোনাভাইরাসের আতঙ্কে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আইএস। দ্রুত বিস্তার করা করোনাভাইরাস থেকে সদস্যদের সতর্ক করতে একাধিক নির্দেশিকা জারি করলো আইএস। সংগঠনের নির্দেশিকা পুস্তিকা আল নাবা-য় বলা হয়েছে, এই সময় বেশি সফর করা যাবে না। নিয়মিত ধুতে হবে হাত।
ডেইলি মেল-এর এক প্রতিবেদনে লেখা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে এখন অসুস্থ লোকজনের কাছাকাছি আসা যাবে না, বেশি বিদেশ সফর করা যাবে না। হাত ধুতে হবে নিয়মিত। এমনকি মাঝ রাতে ঘুম ভাঙলেও হাত ধুয়ে এসে শুতে হবে।
ISIS pores over religious texts. Comes out in favor of putting your trust in God but also in favor of quarantine, hand-washing & running from the sick like from a lion. Their rivals in Qom stopped after No. 1. Thx to @ajaltamimi for his translation https://t.co/b08Jffvj6t
— Rukmini Callimachi (@rcallimachi) March 13, 2020
আইএসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আল্লার উপর বিশ্বাস রাখতে হবে। সব সময় মুখ ঢেকে রাখতে হবে। হাঁচি, কাশির সময় মুখ ঢাকতে হবে। বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেভাবে সাবধানতা অবলম্বন করতে বলছেন তেমনটাই করতে হবে।
মাহিন মুহসিন/পাবলিকভয়েস