সুদিন আসবে ইনশাআল্লাহ; জাতির উদ্দেশ্যে সৌদি বাদশাহ

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০

করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, এই মুহূর্তে পুরো বিশ্ব এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সামনে আরো কঠিনতম সময় অপেক্ষা করছে। তবে এই সময় চলে যাবে এবং সুদিন আসবে ইনশাআল্লাহ।

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা দেয়াই আমার প্রথম অগ্রাধিকার। এই মুহূর্তে সৌদি আরবে অবস্থানরত সকল নাগরিকদের আল্লাহ সুস্থ ও নিরাপদে রাখুক। বিশ্বাস করি, এই ক্রান্তিকাল চলে যাবে এবং সুদিন আসবে।

সৌদি বাদশাহ বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে মহামারি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আল্লাহ সৌদি সরকারকে সেই ক্ষমতাও দিয়েছেন। অন্তত এটা নিশ্চিত করে বলা যায়, এই পবিত্র ভূমি সকল নাগরিকদের ওষুধ-চিকিৎসা ও খাদ্যের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করবে।

মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে তিনি বলেন, সকল নাগরিকদের এটা আবারো নিশ্চিত করতে চাই যে, ভবিষ্যতেও সৌদি সরকার এ বিপদের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। পাশাপাশি প্রত্যেক নাগরিক ও মুকিমের সুস্বাস্থ্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সৌদি আরবে করোনাভাইরাসে এখন পর্যন্ত ২৭৪ জন আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর ঘটনা ঘটেনি। ইতোমধ্যে পুরো দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অভ্যন্তরীণ রুটের সকল ফ্লাইট বন্ধ করা হয়েছে। পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববিসহ দেশের সকল মসজিদে নামাজ বন্ধ করা হয়েছে।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন