আল্লামা শাহ আহমদ শফী দা. বা. আজকের বাংলাদেশে সর্বাধিক আলোচিত একটি নাম। ইসলামবিদ্বেষী চক্রের কাছে মূর্তিমান আতঙ্ক। ধর্মে বিশ্বাসী আপামর মানুষের হৃদয়ের স্পন্দন, সাহসের বাতিঘর। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর। উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বিভিন্ন সময় আলোচনায় আসা সর্বজন সীকৃত এ মানুষটি কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক মহল ফাইদা লুটছে ,এতে বাদ পড়ছে না অনেক ইসলামী রাজনৈতিক দল ও ৫ ই মে সবার বক্তব্যে এটা স্পষ্ট যে হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নয় ,কিন্তু বাস্তবতা হচ্ছে হেফাজতকে নিয়ে রাজনৈতিক খেলা সবাই খেলছে ।
একবার বি এন পি একবার আওয়ামী যখন যে বা যারা ফায়দা নিতে পারছে তখন সে দল বা ব্যক্তির কাছে আল্লামা আহমদ শফী দুধে ধোয়া কিন্তু সার্থে টান লাগলেই উক্ত ব্যক্তিই হিতে বিপরীত বলছে শফী । আল্লামা আহমদ শফীকে পরিচালনা করছে কারা ? মাজুর ব্যক্তি আল্লামা আহমদ শফীকে দিয়ে এখন স্টেইজে কথা বলানোটা কতটুকু রাইট মনে করছেন ? আল্লামা আহমদ শফী দা:বা: কি খেলার পুতুল ?