এবার বিশ্বজুেড়ে মহাআতঙ্ক করোনাভাইরাস নিয়ে গলিবয় খ্যাত রানাকে নিয়ে গান করেছেন তাবিব মাহমুদ। তাবিব মাহমুদ ও গলিবয় রানার সাথে গানটিতে আরো কন্ঠ দিয়েছেন শুভ্র রানা। আজ বুধবার (১৮ মার্চ) তাবিব মাহমুদের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও আপলোড করা হয়।
গানের কথা দিয়ে যেমন বুঝিয়েছেন কিভাবে করোনা থেকে নিস্তার পেতে হবে ঠিক তেমনি এই গানের মাধ্যমে তবিব করেছেন অসহায়দের হয়ে এক নীরব প্রতিবাদ।
করোনা নিয়ে সতর্কতার মহাধ্বনি ফুটে উঠেছে গানের কথায়। করোনাভাইরাস কী, আক্রান্ত হলে কী করতে হবে, এর থেকে বেঁচে থাকতে কী করতে হবে এসব বিষয়ে সচেতনতার বার্তা দেয়া হয়েছে গানটিতে।
১০ বছর বয়সী ছোট্ট শিশু রানা মৃধা থাকেন ব্যস্ত ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের আট নম্বর গলিতে । ‘গালি বয় রানা’ হিসেবেই যাকে চেনেন সবাই। যার সুরে ফুটে উঠেছে শহর-বন্দরের গলি, ফুটপাতে বেড়ে ওঠা হাজারও পথ শিশুর জীবনকথা, চাওয়া, না পাওয়া, বঞ্চনার চিত্র।
মাহিন মুহসিন/ পাবলিকভয়েস