প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সংক্রমণের হাত থেকে বাঁচতে দেশে বেড়েছে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরার প্রবণতা। পাল্লা দিয়ে বেড়েছে বিক্রিও। আর এ সুযোগকে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সামগ্রীর দামও বাড়িয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তবে তাদের থেকেও এক ধাপ এগিয়ে গাজীপুরের টঙ্গীর নাছির (৩৫)।
গোপালগঞ্জ সদরের আব্দুল আলিমের ছেলে নাছিরের বিরুদ্ধে অভিযোগ, সে হাসপাতালের ফেলে দেওয়া ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফের বাজারে বিক্রি করছে।
জানা যায়, নাছির গত এক মাস ধরে রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ব্যবহারের পর ফেলে দেওয়া মাস্ক ও গ্লাভস কুড়িয়ে এনে তা মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছে। স্থানীয়রা এ ঘটনা জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে।
স্থানীয় এক বাসিন্দা জানান, দেশে করোনার আতঙ্ক দেখা দিলে মাস্ক ও হ্যান্ড গ্লাভসের সংকট দেখা দেয়। এ সুযোগকে কাজে লাগিয়ে নাছির গত এক মাস ধরে এমন জঘন্য ব্যবসা করে আসছে। আর এভাবে প্রচুর টাকার মালিক বনে গেছে সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিপুল পরিমাণ ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে বাড়ির ম্যানেজার ও আয়রনম্যানকে আটক করা হয়েছে। তবে মূলহোতা নাছির পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএম/