তাইওয়ানের আকাশে গভীর রাতে চীনা জঙ্গিবিমানের টহল

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

চীনের কয়েকটি জঙ্গিবিমান তাইওয়ানের আকাশে রাত্রিকালীন টহল দিয়েছে বলে তাইপের একটি সূত্র জানিয়েছে। তাইওয়ান থেকে প্রকাশিত দৈনিক চায়না পোস্ট মঙ্গলবার খবর দিয়েছে, চীনের কয়েকটি জঙ্গি বিমান সোমবার রাতে তাইওয়ানের আশপাশের পানিসীমার আকাশে টহল দিয়েছে।

বিষয়টি তাইওয়ানের বিমান বাহিনীর রাডারে ধরা পড়েছে বলেও দৈনিকটি জানিয়েছে। খবরে বলা হয়েছে, চীনা জঙ্গিবিমান এই প্রথম তাইওয়ানের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিল; এর আগে কখনো তাইওয়ানের আকাশে চীনা জঙ্গিবিমান দেখা যায়নি।

এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাত্রিকালীন অনুশীলনের অংশ হিসাবে চীনের যুদ্ধবিমান এবং নজরদারি বিমানের একটি দল তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলের পানিসীমার দিকে উড়ে যায়। বিমানগুলো আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের খুব কাছাকাছি চলে আসে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

সোমবার গভীর রাতে তাইওয়ানের আকাশসীমায় উড়ে আসা চীনের সামরিক বিমানগুলিকে নিজের বিমানবাহিনীর সাহায্যে তাড়িয়ে দেয়ারও দাবি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করলেও তাইপে বেইজিং-এর এই দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করে এসেছে।

 এমএম/

মন্তব্য করুন