সংশোধিত ঘোষণা: মসজিদে নববী ও হারামে নামাজ চালু থাকবে

করোনাভাইরাস

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

শাহনূর শাহীন
পাবলিক ভয়েস

করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে পবিত্র হারামাইন-শরীফাইন তথা মক্ক মুকাররমার মসজিদুল হারাম ও পবিত্রভূমি মদিনার মসজিদে নববীসহ সৌদি আরবের সকল মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করে দেয়া বিজ্ঞপ্তি সংশোধন করেছে সৌদি সরকার।

সংশোধিত ঘোষণা অনুযায়ী মদিনার মসজিদে নববী এবং মক্কা মুক্কাররমার মসজিদ আল হারাম-এ আজান ও নামাজ চালু থাকবে। এছাড়া দেশটির অন্যান্য মসজিদগুলোতে শুধু আজান চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে মসজিদে নববী ও মসজিদে হারামসহ সকল মসজিদে নামাজ বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিক ঘোষণার পর মসজিদে নববী ও মসজিদে কুবায় ‘আস সালাতু ফি বুয়ুতিকুম’ তথা ‘ঘরে নামাজ পড়ুন’ বাক্য সংযোজন করে এশার নামাজের আজান হয়।

পরে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নতুন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে হারামাইন-শরীফাইন এর অফিসিয়াল ফেসবুক পেজ।

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব সর্বোচ্চ উলামা কাউন্সিল কর্তৃক নতুন সাসপেনশন (বরখাস্ত, স্থগিত) ফতোয়া জারির কারণে, পবিত্র নগরী মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদ মসজিদে নববী ও মসজিদ আল হারাম ব্যাতীত অন্যান্য সকল মসজিদে নামাজ বন্ধ থাকবে। (নতুন সিদ্ধান্ত অনুযায়ী) এই দুই মসজিদে নামাজ চালু থাকবে।

হারামাইন-শরীফাইন প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তি

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে (স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে) হারামাইন-শরীফাইন এর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে সব মসজিদ বন্ধ ঘোষণা করে প্রথম বিজ্ঞপ্তি জারি করা হয়।

হারামাইন-শরীফাইন এর অনলাইন মুখপাত্র জানায়, সৌদি আরবের উলামা কাউন্সিল এর ফতোয়ার আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের সর্বোচ্চ উলামা কাউন্সিল এর ফতোয়ার আলোকে দেশের সকল মসজিদে জুমআসহ সকল নামাজ (জামায়াত) বন্ধ থাকবে। তবে মসজিদগুলোতে নিয়মিত আজান হবে।

ঘোষিত নির্দেশনায় মুসুল্লিদেরকে বাড়িতে নামাজ আদায়ের জন্য বলা হয়েছে। তবে প্রটোকল অনুযায়ী হারামাইন-শরীফাইন খোলা থাকবে।

হারামাইন-শরীফাইন এর প্রথম প্রকাশিত বিজ্ঞপ্তি

বর্তমানে সংশোধিত ঘোষণা অনুযায়ী দুই পবিত্র শহরের প্রধান দুই মসজিদে নামাজ বন্ধ হবে না। তবে পূর্ব প্রটোকল অনুযায়ী জামাতের নির্দিষ্ট সময় আগে ও পরে মসজিদ বন্ধ থাকবে।

উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত শতাধিক লোকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃত্যের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। বিশ্বের প্রায় ১৬০টিরও বেশি দেশে পৌনে ২ লক্ষাধিক লোক এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৮০ হাজার করোনা রোগী।

বাংলাদেশেও এ ভাইরাসে ১০জন আক্রান্ত হয়েছে। সরকারিভাবে গতকাল সোমবার (১৬ মার্চ) বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের সভা-সমাবেশ, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এর আগেই মুজিববর্ষের যাবতীয় জাতীয় অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে সরকার।

সংশ্লিষ্ট আগের সংবাদ:
ক্বাবা-মদিনাসহ সৌদি আরবের সকল মসজিদে নামাজ বন্ধ

প্রথম ঘোষণা অনুযায়ী সব মসজিদে নামাজ বন্ধ ঘোষণার পর প্রথম এশার এর নামাজের আজানে মসজিদে নববী ও মসজিদে কুবায় ‘আস সালাতু ফি বুয়ুতিকুম’ তথা ‘ঘরে নামাজ পড়ুন’ বাক্য সংযোজন করে আজান দেয়া হয়।

মসজিদে নববী’র এশার আজান এর ভিডিও 

/এসএস/পাবলিকভয়েস/

মন্তব্য করুন