
করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে পবিত্র হারামাইন শরীফাইন তথা মক্ক মুকাররমার মসজিদুল হারাম ও পবিত্রভূমি মদিনার মসজিদে নববীসহ সৌদি আরবের সকল মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে মসজিদগুলোতে আজান চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাতে (স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে) হারামাইন-শরীফাইন এর অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তি জারি করা হয়।
হারামাইন-শরীফাইন এর অনলাইন মুখপাত্র জানায়, সৌদি আরবের উলামা কাউন্সিল এর ফতোয়ার আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের সর্বোচ্চ উলামা কাউন্সিল এর ফতোয়ার আলোকে দেশের সকল মসজিদে জুমআসহ সকল নামাজ (জামায়াত) বন্ধ থাকবে। তবে মসজিদগুলোতে নিয়মিত আজান হবে।
ঘোষিত নির্দেশনায় মুসুল্লিদেরকে বাড়িতে নামাজ আদায়ের জন্য বলা হয়েছে। তবে প্রটোকল অনুযায়ী হারামাইন-শরীফাইন খোলা থাকবে।
উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত শতাধিক লোকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃত্যের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। বিশ্বের প্রায় ১৬০টিরও বেশি দেশে পৌনে ২ লক্ষাধিক লোক এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৮০ হাজার করোনা রোগী।
বাংলাদেশেও এ ভাইরাসে ১০জন আক্রান্ত হয়েছে। সরকারিভাবে গতকাল সোমবার (১৬ মার্চ) বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরণের সভা-সমাবেশ, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এর আগেই মুজিববর্ষের যাবতীয় জাতীয় অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে সরকার।
হারামাইন-শরীফাইন এর ঘোষণা
/এসএস

