
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়ার সেনাবাহিনীর সাথে যৌথভাবে টহল শুরুর একদিন আগে নতুন করে সেনা পাঠিয়েছে তুরস্ক। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (শনিবার) এ তথ্য জানিয়েছে।
ইদলিবের এম-ফোর মহাসড়কে রাশিয়ার সেনাদের সঙ্গে যৌথভাবে তুরস্কের সেনাদের টহল দেয়ার কথা রয়েছে। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সিরিয়ান অবজারভেটরি বলেছে, তুরস্ক প্রায় ২০টি সামরিক যানের একটি বহর পাঠিয়েছে ইদলিবে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইদলিবের অংশবিশেষে যুদ্ধ-মুক্ত এলাকা প্রতিষ্ঠার পর সেখানে তুরস্ক নাটকীয়ভাবে তার সেনা উপস্থিতি বাড়িয়েছে। গত ২ ফেব্রুয়ারি থেকে তুরস্ক সিরিয়ার ইদলিব প্রদেশে ৯,৩৫০ সেনা মোতায়েন করেছে।
গতকাল তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ঘোষণা করেছেন যে, চারদিন আলোচনার পর তুরস্ক এবং রাশিয়ার সেনারা যুদ্ধবিরতির খুঁটিনাটি বিষয়ে একমত হয়েছে। তিনি জানান, ১৫ মার্চ থেকে তুরস্ক এবং রাশিয়ার সেনারা যৌথভাবে এম-ফোর মহাসড়কে টহল দেবে।
এমএম/