
কিশোরগঞ্জে নতুন করে আরও ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। চীন, ইতালি, কোরিয়া, সৌদি, সিরিয়া ও সিঙ্গাপুর ফেরত মোট ৬৫ জন বিদেশ ফেরত প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও ফেনীর তিন উপজেলায় প্রবাস ফেরত ও তার পরিবারের সদস্যসহ ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৫৩ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন ও নিকলী, ইটনা, তাড়াইল, কটিয়াদী উপজেলায় একজন করে রয়েছেন। এদের মধ্যে ৭ জন নারী রয়েছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মজিবুর রহমান বলেন, এ পরিস্থিতিকে সামনে রেখে এখানকার সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ক্লিনিকগুলোতে কোয়ারেন্টাইন ও করোনাভাইরাস আইসোলেশন ইউনিট। এখন পর্যন্ত এ জেলায় করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।
এ সময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক যুগান্তরকে বলেন, কোয়ারেন্টাইন এবং আইসোলেশন ইউনিটের জন্য চিকিৎসকসহ সংশ্লিষ্টদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। ১০০ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন ইউনিট এবং ১৫ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে।
/এসএস