
ইউরোপিয়ান ইউনিয়নের দেশসহ ৩৯ দেশের বাসিন্দা ও নাগরিকদের ওপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এর আগে কোনো দেশকে চিহ্নিত না করেই ওমরা ও ভ্রমণ ভিসা স্থগিত করে দেশটি। এবার ৩৯ দেশকে চিহ্নিত করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের লাগাম টেনে ধরতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নিষেধাজ্ঞার তালিকায় ইউরোপীয় দেশসহ আরও রয়েছে সুইজারল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ফিলিপাইনস, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, কেনিয়া, জিবুতি ও সোমালিয়া।-খবর আল-আরাবিয়াহর
এসব দেশের নাগরিকরা সৌদিতে আসতে পারবেন না। জর্ডান সীমান্তের স্থলচৌকি দিয়েও পারাপার বন্ধ রেখেছে সৌদি আরব। তবে বাণিজ্যিক ও কার্গো চলাচল অব্যাহত থাকবে।
ভ্রমণ স্থগিতকরণ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করার আগে এসব দেশে বসবাস করা সৌদি নাগরিকরা নিজ দেশে প্রবেশ করতে পারবেন।
এর আগে গত ৯ মার্চ ওমান, ফ্রান্স, জার্মানি, তুর্কি, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, ইরাক, মিসর, ইতালি ও দক্ষিণ কোরিয়ার ওপর ভ্রমণ মুলতবি আরোপ করা হয়েছিল।
ওই সব দেশ থেকে আগমনকারী ও যারা সেখানে ছিল তাদের অন্তত ১৪ দিনের ভেতরে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
/এসএস