জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত। একই সাথে আগামী তিন মাসের মধ্যে এ রায় বাস্তবায়ন করে অগ্রগতি রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
রায়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করারও নির্দেশনা দেয়া হয়। সেইসাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাসেম্বলীর শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে বলেও নির্দেশনা দেয় আদালত।
বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালি। জয় বাংলা স্লোগান সে সময়ে স্বাধীনতাকামীদের অনুপ্রেরণা যুগিয়েছে, হয়ে উঠে চালিকা শক্তি। ৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা পরবর্তী সামরিক শাসনামলে এ স্লোগান অনেকটা নিষিদ্ধ হয়ে পড়ে।
হাইকোর্টের রায়ে এসব বিষয় উল্লেখ করে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়। আদালত বলেন, এখন থেকে রাষ্ট্রীয় অনুষ্ঠানের জয়বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করতে হবে এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এসেম্বলিও শেষ করতে হবে জাতীয় এ শ্লোগান দিয়ে।
রিটকারী আইনজীবী আদালত রায়ে বলেন, ইতিহাস বিকৃতি করে কখনো তা দাবিয়ে রাখা যায়না। সকল স্তরের পাঠ্যবইতে বঙ্গবন্ধু ভাষণ প্রচার করা প্রয়োজন বলেও মনে করেন আদালত। রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে জয় বাংলা স্লোগান দেন আইনজীবীরা। রায়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
আগামী তিন মাসের মধ্যে রায় বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আকারে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
এমএম/পাবলিকভয়েস