কিশোরগঞ্জ থেকে সালাউদ্দিন সাকিব: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভন্ড পীর শফিক শাহ্ এর আস্তানায় পবিত্র কোরআন শরীফের অবমাননার ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে এখবর ছড়িয়ে গেলে আজ সকালে বিক্ষোভে নামে এলাবাসী।
উপস্থিত শত শত মানুষের সামনে পবিত্র কোরআন অবমাননা দেখার পর উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। মঙ্গলবার (আজ) সকালে বিভিন্ন স্থানীয় জন সাধারণ বিক্ষোভে যোগ দেয়। এক পর্যায়ে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। এসময় কথিত ওই পীরের আস্তানা ও গানের আসরে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গতকাল সোমবার (৯ মার্চ) উপজেলার ছয়সূতী ইউনিয়ন এর হাঁফানিয়া গ্রামে অবস্থিত ভণ্ড পীর শফিক শাহ্ এর আস্তানায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাত আনুমানিক ১টার সময় ভন্ড পীর শফিক শাহ্ এর আস্তানায় গানের আসরে তার ভক্ত মোঃ সবুজ মিয়া নামে এক বাউল শিল্পী গানের স্টেজ থেকে পবিত্র কোরআন বার বার ছুঁড়ে ফেলে দেয় এবং এক পর্যায়ে সে পবিত্র কোরআন শরীফে লাথি মারে।
এতে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধরা কথিত ওই ভণ্ড পীরের আস্তানা ও গানের আসরে ভাঙচুর চালায়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে অপরাধীকে দ্রুত সময়ের মধ্যে আটক সহ দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের আশ্বাস দিয়ে বিক্ষোভকারী জনতাকে যার যার বাড়ীতে চলে যাওয়ার আহবান জানান।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, আমরা পবিত্র কোরআন অবমাননার ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ এবং বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছি। এলাকার পরিবেশ এখন মোটামুটি শান্ত আছে।
ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। মূল হোতা পালাতক রয়েছে। আমরা অপরাধীকে আটকের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি’।
ছয়সূতী ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলমানেরা ভন্ড পীর শফিক শাহ্ এর আস্তানা ও বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে বেশ ক্ষতি হলেও এখনো মূল অপরাধী বা কাউকে আটক করা হয়নি।
সর্বশেষ মঙ্গলবার বিকেলে ওসি আব্দুল হাই তালুকদার পাবলিক ভয়েসকে জানান, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে এজহার লেখা হয়েছে। মামলা দায়ের হয়ে গেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে বলে তিনি জানিয়েছেন।
/এসএস