
প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে জিতেছেন শতবর্ষী চীনা বৃদ্ধ। প্রাদুর্ভাবের পর থেকে এ পর্যন্ত ভাইরাসটির কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই বয়স্ক। চীনা বার্তা সংস্থা সিনহুয়া রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ভাইরাসে সংক্রমিত হয়ে হুবেই প্রদেশের মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্যসেবা হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। শতবর্ষী ওই বৃদ্ধ আগে থেকেই বাধ্যক্য, আলঝেইমার, উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসায় সুস্থ হয়ে উঠার পর শনিবার হাসপাতাল তাকে ছাড়পত্র দেয়।
সিনহুয়া বলছে, হাসপাতালের চিকিৎসকেরা তাকে অ্যান্টিভাইরাল ওষুধ, কনভলেসেন্ট প্লাজমা থেরাপি এবং প্রচলিত অনন্য চিকিৎসা দিয়েছেন। শনিবার তার সঙ্গে আরো ৮০ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর থেকেই বিশেষজ্ঞরা বলে আসছেন, এটি বয়স্ক জনগোষ্ঠী এবং যারা পূর্ব থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তাদের ওপর বেশি প্রভাব ফেলবে। তবে তাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শতবর্ষী বৃদ্ধ।
এমএম/পাবলিকভয়েস