
পাবলিক ভয়েস: ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে।
এ উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে সারাদেশে র্যালি, আলোচনা সভা, সফল নারীদের পুরস্কার সম্মাননাসহ নানানভাবে দিবসটি পালন করা হয়।
সারাদেশ থেকে পাবলিক ভয়েসের প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকদের পাঠানো সংবাদ থেকে বাছাই সংবাদ দেয়া হলো:
নাটোর: নাটোরের বড়াইগ্রামে র্যালী, আলোচনা সভা ও নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে বেগম রোকেয়া সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি ও অন্যদের মধ্যে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক পিকেএম আব্দুল বারী, তথ্য ও যোগাযোগ সম্পাদক সুরুজ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেয়র কে এম জাকির হোসেন আলোচনায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানে নারী উন্নয়নে অবদানের বিষয় আলোচনা করেন। নারী দিবসের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা ও ছাএী, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কালিকাপুর মহিলা সমিতি ও জালোড়া মহিলা সমিতিকে এিশ হিজার টাকার চেক প্রদান করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়: বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক নারী দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার পৃথকভাবে শোভাযাত্রা ও আলোচনা সভা করে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল ও খালেদা জিয়া হল।
দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় শেখ হাসিনা হলে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে হল কতৃপক্ষ। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বীশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, হল প্রভোস্ট অধ্যাপক ড. নাসিম বানু, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে খালেদা জিয়া হল কতৃপক্ষ। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, আবাসিক শিক্ষক ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক আতিফা কাফিসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভোলা: ‘প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। ভোলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ভোলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মাহামুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহামুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. আতাহার মিয়া প্রমূখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম। এসময় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ শাফিয়া খাতুন, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রেী হোসনেয়ারা চিনু, সাধারন সম্পাদিক অধ্যক্ষ জিনাত রেহানা, সাউদ এশিয়ান পার্টনারশীপ (স্যাফ) এর পরিচালক শিউলী রানী বিশ্বাস, নারী নেত্রী বিলকিছ জাহান মুনমুন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আদিল হোসেন তপু। অনুষ্ঠানে বক্তারা বলেন সরকার নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সব ধরনের সহিংসতা প্রতিরোধে নানা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে। এখন নারীদের নিজেদের ক্ষমতায়নে তাদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
বরগুনা: সকালে বরগুনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় নারী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলার সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাহবুব আলম, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন শাহীন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা, জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি, বাংলাদেশ মহিলা সমিতি বরগুনা শাখার সভানেত্রী মাহফুজা বেগম, প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল প্রমুখ।
দিবসটিতে ৮ ও ৯ মার্চ দুই দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি মাঠে মেলার আয়োজন করা হয়েছে।
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলার পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
গোপালগঞ্জ: দুপুরে নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শান্তি মনি চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।
মেহেরপুর: সকালে মেহেরপুরের গাংনী উপজেলা নারী দিবস উপলক্ষে প্রশাসন ও মহিলা অধিদফতরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা, দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।
র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি আওয়ামী লীগ নেতা মনিরুজামান আতু ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাংনী উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুর রশিদসহ শিক্ষার্থীরা।
চাঁপাইনবাবগঞ্জ: সকালে চাঁপাইনবাবগঞ্জে দিবসটিতে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে র্যালি এবং দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। মেলায় নারী উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের ১৬টি স্টল রয়েছে।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস, জেলা মহিলা বিষযক কর্মকর্তা সাহিদা আক্তারসহ বিভিন্ন নারী, বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা।
দিবসটিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, প্যানেল মেয়র সাইদুর রহমান, মোসলেমা বেগম, কাউন্সিলর মাসকুরা বেগম, জিয়াউর রহমান আরমান, সিদ্দিকা সিরাজুম মুনিরা, আনোয়ারা বেগম পলি, আব্দুল বারেক, মতিউর রহমান, এনামুল হক, ইব্রাহীম আলী, সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান প্রমুখ।
জয়পুরহাট: সকালে নারী দিবসে জয়পুরহাটের রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় থেকে র্যালি বের করা হয়। পরে বাজলা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক সাবিনা সুলতানা প্রমুখ। পরে জেলা পরিষদ মিলনায়তনে মেলার আয়োজন করা হয়।
এছাড়াও সারাদেশে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
/এসএস