আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছে। সাথে বাড়ছে সংক্রামিত হওয়া রোগীর সংখ্যাও। আমেরিকার গণমাধ্যম সূত্রে জানা গেছে এ পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭-তে দাঁড়িয়েছে। এছাড়া এ পর্যন্ত ৩০০’র বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছে।
অপরদিকে প্রমোদতরী গ্র্যান্ড প্রিন্সেসে আরো ২১ জনকে করোনাভাইরাসে সংক্রমিত রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে তবে তাদেরকে এ সংখ্যার মধ্যে ধরা হয় নি। প্রমোদতরী গ্র্যান্ড প্রিন্সেস ২,৪০০ যাত্রী এবং ১,১০০ ক্রু রয়েছেন।
একটি অজ্ঞাত বন্দরে জাহাজটি ভেড়ানোর পর এসব মানুষকে আরেকদফা করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। এদিকে, ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়ার বাইরে এই প্রথমবারের মতো ফ্লোরিডা অঙ্গরোজ্যে করোনাভাইরাসে দুইজন মারা গেছেন।
গতকাল (শুক্রবার) আমেরিকার আরো আটটি অঙ্গরাজ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এগুলো হলো-সাউথ ক্যারোলাইনা, হাওয়াই, ইন্ডিয়ানা, ওকলাহোমা, নেব্রাস্কা, কেনটাকি, মিনেসোটা এবং পেনসিলভানিয়া। এ নিয়ে আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে প্রায় অর্ধেক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কীভাবে এ সংকট মোকাবেলা করা হবে তা নিয়ে আমেরিকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।