
জীবিত খালেদাকে ফিরে পাওয়া নিয়ে নিজের শঙ্কার কথা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। খালেদার স্বাস্থ্যের অবস্থা খারাপ উল্লেখ্য করে আজ শনিবার তিনি এ শঙ্কার কথা জানান।
বিএসএমএমইউতে খালেদার সাথে সাক্ষাত করে বেরিয়ে তিনি জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা খুবই খারাপ। উঠে দাঁড়াতে পারছেন না। মানবিক কারণে তার জামিন দেয়া উচিত।
এসময় খালেদা জিয়াকে আর জীবিত ফিরে পাবেন কিনা এ নিয়ে নিজের শঙ্কার কথাও উল্লেখ্য করেন সেলিমা ইসলাম।
শনিবার বিকেল ৩টার দিকে পরিবারের ৫ সদস্য তার সঙ্গে হাসপাতালে দেখা করতে যান। পরিবারের সদস্যরা এসময় বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সেখানে এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন পরিবারের তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেগম জিয়ার বোন সেলিমা ইসলাম।
/এসএস