তাঁরা সহোদর। মরহুম পীর সাহেব চরমোনাই রঃএর সুযোগ্য সন্তান ও খলীফা। মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, উপাধি- মুহতারাম আমীর/ আমীরুল মুজাহিদীন, পীর সাহেব চরমোনাই। আর তাঁর ডেপুটি হচ্ছেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, উপাধি-সিনিয়র নায়েবে আমিরুল মুজাহিদিন/সিনিয়র নায়েবে আমীর। আমরা 'শায়খে চরমোনাই' বলে অভিহিত করে থাকি।
মরহুম পীর সাহেব (রঃ) হুজুরের রেখে যাওয়া ৪ মিশনের প্রতিটির দায়িত্ব ও পদ পদবী যথারীতি একই নিয়মে। আল্লাহর শোকর, দ্বীনের লাগি তাদেঁর দুজনের ত্যাগ ও কুরবানী সমানে সমান। নিজেদের অনুসারীদের নিকট উভয়ের জনপ্রিয়তাও একই লেবেলের। মাশাআল্লাহ?
আন্দোলন সংগ্রামে উভয়েই সামনে থেকে নেতৃত্ব দেন। তাঁরা দুজন একই ইস্যুতে মাত্র দু'দিনের ব্যবধানে দুটি কর্মসূচিতে কায়েদ হন। আল্লাহর শোকর, লোকসংখ্যার উপস্থিতি ও তাদের জজবা অভিন্ন মাত্রায় দেখেছি।
ভারতে মুসলিম হত্যা, নির্যাতন ও মসজিদ ধ্বংসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে উভয়ের এক্সপ্রেশন ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনি নির্ঘাত উজ্জীবিত হবেন। হতে বাধ্য। এমন ছবি দেখার পরও তাঁদের ডাকে সাড়া না দিয়ে আপনি ঘরে বসে থাকতে পারবেন না। সমর্থন না করতে পারবেন না। অন্ততঃ সমর্থনটুকু না করলে বুঝতে হবে আপনার মাঝে ঈমানী চেতনায় জং ধরেছে। আপনি স্রেফ একজন কলেমা পড়া মুসলমান। অথবা আপনি একজন রসকষহীন আদমী।
কখনো একটি ছবি হাজারো ঘটনা ও স্বপ্নের প্রতীক হয়ে উঠে। এদেশে ইসলামকে যারা ক্ষমতায় নিতে চান তাদেরকে উজ্জীবিত করার মতো দুটো ছবি পেয়ে গেছি।
পীর সাহেব হুজুরের সাথে ঐ প্রোগ্রামের পর দেখা হয়নি। দেখা হলে তাঁকে জানাবো, "হুজুর আপনার ছবি দেখে আমরা মুগ্ধ। আন্দোলকারীদের জন্য বটিকা হিসেবে কাজ করবে। এটা ভাইরাল হয়েছে।" তখন তিনি হয়তো সহাস্যে বলবেন, "ভাইরাল! সেটা আবার কি? বুঝাইয়া কও। "
শুক্রবার নায়েবে আমীর হুজুরের সাথে ছিলাম। কিন্তু এ ছবিটা যখন তুলেছে, তখন কাছে ছিলাম না। ফটো তুলনেওয়ালার অনেক 'ইলেম' আছে বুঝতে পারছি। কলেমা লেখা পতাকাটা এমনভাবে উত্তোলিত হয়েছে, তা দেখে আমরা জাস্ট শিহরিত। মাহমুদ নামের একটি ছেলে নাকি এটা তুলেছে। পুরুস্কার হিসেবে তাকে আমার জুব্বা খুলে দিতে ইচ্ছে করে।
রাতে শায়খের সামনে মোবাইল স্ক্রীন তুলে ধরে বলি, হুজুর! "আপনার এ ছবিটা আজ সবার পছন্দ হয়েছে। এটা আজকের ভাইরাল আইটেম। সবার মোবাইলে এ ছবিটা ভাসছে।" তিনি হাসি হাসি মুখে ছবিটার খুঁটিনাটি দেখে বললেন, "কলেমা লেখা এ পতাকাটা নিয়া আসলো কে? আর ছবিটাই বা কে তুলেছে?"
লেখক, গবেষক, বিশ্লেষক।