
‘তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান যতক্ষণ পর্যন্ত উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবেন ততক্ষণ পর্যন্ত তুরস্কের সঙ্গে সিরিয়ার কোনো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে না’ বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
বাশার আসাদ বলেন, মিশরের ইখওয়ানুল মুসলিমের আদর্শ প্রতিষ্ঠার নামে সন্ত্রাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এরদোগান সিরিয়ায় লড়াই করছেন। এজন্য এরদোগান তার সেনাবাহিনীকে একথা বলতে পারছেন না যে, কেন তিনি সিরিয়ায় সেনা পাঠাচ্ছেন।
আসাদ বলেন, সিরিয়ায় সেনা পাঠানোর একটিই কারণ; সেটি হচ্ছে মুসলিম ব্রাদারহুড। মুসলিম ব্রাদারহুডের আদর্শ প্রতিষ্ঠার সঙ্গে তুরস্কের জাতীয় স্বার্থের কোনো সম্পর্ক নেই।
রুসিয়া ২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার আসাদ এসব কথা বলেন।
তিনি বলেন, সিরিয়ার সঙ্গে তুরস্কের বর্তমান যে দ্বন্দ্ব তা একেবারেই অযৌক্তিক। দু দেশ প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশ ছিল; দু দেশের স্বার্থও ছিল অনেকটা অভিন্ন।
প্রেসিডেন্ট বাশার আসাদ প্রশ্ন রেখে বলেন, এই যুদ্ধের আগে সিরিয়ার জনগণ তুরস্কের বিরুদ্ধে ছোট কিংবা বড় কোনো শত্রুতাপূর্ণ কাজ করেছে? এমন কোনো ঘটনাই ঘটেনি বরং তুরস্ক ও সিরিয়ার জনগণের মধ্যে বিয়ে হতো, তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল এবং সাংস্কৃতিক বন্ধন ছিল। দুই দেশের অভিন্ন মৌলিক স্বার্থ ছিল।
/এসএস