মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে উত্তাল সারাদেশ। দেশের বিভিন্ন ইসলামী দল ও সংগঠন আজ সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে।
রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে সমমনা ইসলামী দলসমূহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কর্মসূচি থেকে সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে আগামী ১২ মার্চ আসরের নামাজের পর সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জমিয়তে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতী নুর হোসাইন কাসেমী।
অপরদিকে বায়তুল মোকাররমে সারাদেশের সাথে মিলিয়ে পালন করা বিক্ষোভ মিছিল থেকে আগামী ১৩ মার্চ দেশের প্রতিটি থানা থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত মুসলমানদের রক্তে রঞ্জিত। মোদি চরম সাম্প্রদায়িক মানসিকতা লালন করে এবং সন্ত্রাসবাদ ও মুসলিম গণহত্যায় জড়িত। বাংলাদেশের পবিত্র জমিনে খুনি মোদিকে পা রাখতে দেওয়া হবে না।
তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী ১২ তারিখ আসরের পরে ঢাকা সহ সারা বাংলাদেশে মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবি আদায়ে একযোগে মানবন্ধন কর্মসূচী পালন করা হবে। ১২ তারিখের মধ্যে দাবি পুরণ করা না হলে সেদিন আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেছেন, মোদিকে বাংলাদেশে কোনভাবেই আসতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন নরেন্দ্র মোদী বাংলাদেশে এলে সারা দেশে প্রতিবাদের আগুন জ্বলে উঠবে।
তিনি আরও বলেন, দেশের কোন শান্তিপ্রিয় মানুষ খুনি, কসাই মোদিকে বাংলাদেশ আসার পক্ষে অবস্থান প্রকাশ করে না। কেবলমাত্র যারা অমানবিক এবং জানোয়ার স্বভাব লালন করে তারাই মোদির বাংলাদেশে আগমন কে সমর্থন করতে পারে।
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের সাথে ভারত এবং ভারতের দালালদের সম্পর্ক ছিল। বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতার জন্মশতবার্ষিকীতে নরেন্দ্র মোদির মতো একজন খুনি কোনভাবে আমন্ত্রিত হতে পারেন না।
আজকের বিক্ষোভ মিছিল থেকে তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন এবং বলেন আগামী ১৩ ই মার্চ সারাদেশে প্রতিটি থানা থেকে বিক্ষোভ মিছিল করা হবে এবং সবার মুখে একটাই স্লোগান থাকবে, 'নরেন্দ্র মোদির আগমন, মেনে নেবে না জনগণ'।