পাবলিক ভয়েস: নির্বাচন নিয়ে যে প্রতারনা, মিথ্যাচার করেছে অাওয়ামী লীগ, তার জন্য অাগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এরপরই অালোচনার পথ বের হবে। রাজনৈতিকদলগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সরকারের অাহ্বান নিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগির।
বলেছেন, নির্বাচন নিয়ে যে ব্লুপ্রিন্ট করেছিল সরকার তা এখন জনগনের সামনে পরিষ্কার হয়ে উঠে এসেছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যশোরের যুবদলকর্মী ফয়সালের প্রতি সহমর্মিতা জানাতে যান বিএনপি মহাসচিব।
সেখানেই তিনি এসব অভিযোগ করেন। বলেন, ক্ষমতার লোভে ক্ষমতাসীনরা এখন মানুষকে মানুষ মনে করছে না।