
ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধি এক নারীকে ধর্ষণ করে অন্তঃসত্বা করেছে বলে উঠেছে। ওই নারী স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননী। তাকে বুধবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। খবরে পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই নারী ও তার স্বজনদের কাছ থেকে প্রাথমিক তথ্য ও স্বাক্ষ্য গ্রহণ করেছেন।
ধর্ষিতার স্বজনরা জানান ভোলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের স্বামী পরিত্যাক্তা বাকপ্রতিবন্ধ নারী তার মায়ের ঘরে একা বসবাস করেন। ওই নারীর মা জীবিকার তাগিদে তার সন্তানকে নিয়ে গত তিন মাস ধরে ঢাকায় থাকেন।
এই সুযোগে এলাকার বখাটে যুবক ফারুক ও আবু মাল ওই প্রতিবন্ধিকে ধর্ষণ করে। এর পর ওই নারী অন্তঃসত্বা হয়ে পড়লে গত মঙ্গলবার রাতে বখাটে ফারুক ও আবু মাল নারীর বাড়ি গিয়ে সন্তান নষ্ট করার জন্য তাকে ওষুধ খাওয়ায়।
এতে সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে বুধবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভোলা সদর হাসপাতালের সহকারি সার্জন ডা. অরচিতা দাস জানায়, রোগীর পরীক্ষা নিরিক্ষা সম্পন্ন হয়েছে। যথা সময়ে আমরা আদলতের কাছে রিপোর্ট হস্তান্তর করবো।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে আমরা ভিকটিম ও তার স্বজনদের বক্তব্য রেকর্ড করেছি। এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ধর্ষিতার পরিবার অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এসএস