
হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে মিনিবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এখনো পর্যন্ত আহত বা নিহত কারোরই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নিহতদের লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটগামী একটি মিনিবাস শুক্রবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার কান্দিরগাঁও নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
একপর্যায়ে মিনিবাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা হতাহতরা সবাই নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিলেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, ধারণা করা হচ্ছে তারা সিলেটে বেড়াতে যাচ্ছিলেন। কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।
/এসএস