
করোনা ভাইরাসের কারণে হ্জ এবং ওমরা নিষিদ্ধ করা যায়েজ আছে, জানিয়েছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মুসলিম
ওয়ার্ল্ড ফেডারেশন অফ মুসলিমের অন্যতম সদস্য আল্লামা আমিনুল আলম বলেছেন, মহামারির কারণে ওমরাহ সাময়িকভাবে বন্ধ রাখা যাবে। এবং ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে মসজিদে আসা-যাওয়া বা জামাতের সঙ্গে নামাজ পড়াও বন্ধ রাখা যাবে। আনাদোলু এজেন্সি।
ফতোয়াতে বলা হয়েছে, যদি মহামারীটি সর্বত্র ছড়িয়ে পড়ে বা বিশেষজ্ঞরা ডাক্তার যদি বলেন, ওমরাহ বা মসজিদে নামাজের জন্য লোকদের জমায়েত হলে মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে তাহলেই কেবল সাময়িকভাবে ওমরাহ ও নামাজের জন্য মসজিদে আসা নিষিদ্ধ করা যেতে পারে।
করোনা ভাইরাসের কারণে দক্ষিণ কোরিয়া, ইরান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় মসজিদে এসে নামাজ পড়া স্থগিত করা হয়েছে।
এদিকে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় সম্প্রতি সৌদি আরব করোনা ভাইরাস স্বনাক্ত দেশগুলোর নাগরিকদেরকে ওমরা পালনে সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
মাহিন মুহসিন/পাবলিকভয়েস