
নেত্রকোনার দুর্গাপুরে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় ৪ জন নিহতের ঘটনায় সোমবার সকাল থেকেই পৌরশহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ নিয়ে সোমবার সকাল থেকেই পৌরশহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ীরা নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয়দিনের মতো রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করে। স্থানীয় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সোমবার সকাল থেকেই দোকানপাট বন্ধ রাখেন। দূরপাল্লার সব বাস, ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণ পড়েছে চরম বিপাকে।
অপরদিকে অবরোধ চলাকালে ঘাটের শ্রমিকরা শিক্ষার্থীদের মারধোর করে। এ সময় ৫ জনকে পিটিয়ে আহত করে শ্রমিকরা। অবরোধে অংশ নেয়া শিক্ষার্থী শাওন, সৈকত, আতিক, অভি, রাতুল বলে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন শিক্ষার্থী নিহত হওয়ায় নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয়দিনের মতো শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছিলাম।
এরই মধ্যে বালুঘাটের ইজারাদারদের নির্দেশে ঘাটের শ্রমিকরা লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে ৫ জন শিক্ষার্থী আহত হয়। আমাদের উপর হামলা কেন? এমন প্রশ্ন রেখে তারা বলে, এর সঠিক বিচার, অবিলম্বে বালু ইজারা বন্ধ, ট্রাক চলাচলে বাইপাস রাস্তা নির্মাণসহ নিরাপদ সড়কের নিশ্চয়তা প্রদান বিষয়ে ৫ দফা দাবি না মানা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে বলে জানায়।
অবরোধ বিষয়ে ভারপ্রাপ্ত দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমিন নেলী বলেন, সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অবরোধ কর্মসূচি পালনে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার খবর পেয়েছি। এ বিষয় নিয়ে নেত্রকোনা জেলা প্রশাসক বিকালে আলোচনা সভার আয়োজন করেন, আশা করি শান্তিপূর্ণভাবে সমাধান হবে।
ওয়াইপি/পাবলিক ভয়েস