
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকনিকের বাস রাস্তার পাশে খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন বাসযাত্রী ও একজন পথচারী বলে নিশ্চিত হওয়া গেছে। বাসের যাত্রী দুজন হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মো. শফিকুল ইসলাম (৩১), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কাঁঠালতলি গ্রামের রমজান মিয়া (৪০) ও পথচারী দাউদকান্দি উপজেলার সান্দ্রা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শহীদ মোল্লা (৬১)। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত খাদিজা ভিআইপি পরিবহনের বাসটি উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খাদিজা ভিআইপি পরিবহনের একটি বাস নিয়ে গত বৃহস্পতিবার আনন্দ ভ্রমণ কক্সবাজারে যায় ঢাকার সদরঘাটের কিছু কাপড় ব্যবসায়ী। গতকাল শুক্রবার রাতে সেখান থেকে ফিরছিলেন তারা।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের বহনকারী বাসটি কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই পথচারী ও দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন।
আই.এ/