
ভারতের দিল্লিতে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা, হত্যা ও ভাঙচুরের প্রতিবাদে নেত্রকোণায় শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত যুব আন্দোলন।
বাদ জুমা শহরের বড়বাজারে দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যা বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আব্দুর রহিম। বিক্ষোভ সমাবেশ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুত্তলিকা পোড়ানো হয়। এসময় বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় বিক্ষুদ্ধ জনতাদের।
উল্লেখ্য, ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর চালানো সহিংসতায় লাশের মিছিল বেড়েই চলেছে। উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গাকবলিত এলাকা থেকে একের পর এক লাশ বেরিয়ে আসছে। বৃহস্পতিবার পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দুই শতাধিক।
সূত্র: ইউএনবি
আই.এ/