
ব্রাহ্মণবাড়িয়ায় খতমে নবুওয়াত সম্মেলনে কাদিয়ানি ত্যাগ করে তওবা করে ২১ যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার মো. শিপন মিয়া, সফর আলী, ফখরুল ইসলাম, মো. আনোয়ার সাদাত, সোহেল আহমেদ, স্বপন মিয়া, সোহেল মিয়া, শাহরিয়ার ইমন, জহিরুল ইসলাম জনি, সালমান, ছিদ্দিক মিয়া, এলিয়ান সাদাত, আরিয়ান সাদাত, শ্যামল মিয়া, ছিদ্দিক মিয়া-২, আল আমিন, সুমন মিয়া, রমজান মিয়া, রনি আহমেদ, মামুন মিয়া, ও উত্তর পৈরতালার ইকরাম হোসেন।
বৃহস্পতিবার বিকালে জেলা ঈদগাহ ময়দানে আয়োজিত খতমে নবুওয়াত সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী তাদের শাহাদাত বাক্য পাঠ করান।
প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় খতমে নবুওয়াত সম্মেলন। কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার করার দাবিতে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত নামক সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আলেম-উলামা ও মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ অংশ নেন।
আই.এ/