
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দিল্লিতে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। আহত হয়েছেন ২০০ জনের বেশি মানুষ। দিল্লি পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮টি এফআইআর দায়ের করেছে। গ্রেফতার করা হয়েছে ১০৬ জনকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি ফিরিয়ে আনার আবেদন জানানো ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপদ্রুত এলাকা সফরের পরেও বুধবার অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে ভজনপুরা, মৌজপুর ও কারাওয়াল নগর এলাকাগুলিতে। মৌজপুর, জাফরাবাদের মতো বেশ কয়েকটি এলাকার পরিস্থিতি এখনও থমথমে।
গুরুতেগ বাহাদুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩০ জনেরই মৃত্যু হয়েছে ওই হাসপাতালে। মৃতদের মধ্যেএক মহিলাও রয়েছেন ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। দু’জনের মৃত্যু হয়েছে এলএনজেপি হাসপাতাল আর এক জনের মৃত্যু হয়েছে জগ পরবেশ চন্দ্র হাসপাতালে।
বুধবার সন্ধ্যায় নিরাপত্তা কর্মীদের কনভয় নিয়ে ফের উপদ্রুত এলাকাগুলি ঘুরে দেখেন ডোভাল। যান সবচেয়ে উপদ্রুত এলাকাগুলির অন্যতম জাফরাবাদে। বুধবার শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরীবালও।
গত কাল দুপুরে জাফরাবাদের মেট্রো স্টেশনের নীচের রাস্তা আজ সুনসান। একটু দূরে মৌজপুর চকেও রাস্তা ছিল জনমানুষ শূন্য। শনিবার থেকে জাফরাবাদেই সিএএ-বিরোধীরা রাস্তা অবরোধ করেছিলেন। রবিবার থেকে পাল্টা সিএএ-র পক্ষে জমায়েত শুরু হয়।
জোহরাপুরী-ভজনপুরায় গত কাল নতুন করে দাঙ্গা হয়েছে। উত্তরপ্রদেশ লাগোয়া জোহরাপুরীতে পুলিশের সঙ্গেও দুষ্কৃতীদের সংঘর্ষ হয়েছে। রাতেও ভজনপুরা থেকে আটকে পড়া মানুষের ফোন এসেছে পুলিশ ও স্বেচ্ছাসেবীদের কাছে। গভীর রাতে ব্রহ্মপুরী ও মুস্তাফাবাদ থেকে খবর আসে, ফের অশান্তি শুরু হয়েছে।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস