
পীর সাহেব চরমোনাই'র নেতৃত্বে বাংলাদেশে ইসলামী বিপ্লব সম্ভব; তিনি ইসলামী বিপ্লবের নেতৃত্বগুনের যাবতীয় মানদণ্ডে উত্তীর্ণ। এদেশের ওলামায়ে কেরাম ও সাধারণ জনতা তার নেতৃত্বে এক হয়ে কাজ করলে ইসলামী বিপ্লবের বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে পারে বলে উল্লেখ্য করেছেন খ্যাতিমান ওয়ায়েজ, লেখক ও সম্পাদক মুফতী হাবিবুর রহমান মিছবাহ।
ঐতিহাসিক চরমোনাইর বাৎসরিক ফাল্গুনের মাহফিলের আজ দ্বিতীয় দিন জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুফতী মিছবাহ আরো বলেন, বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সকল দুঃশাসন, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়।
নিজেদের মধ্যকার ছোটোখাটো মতপার্থক্য ভুলে দেশ ও দশের পরিক্ষিত বিচক্ষণ নেতা হযরত পীর সাহেব চরমোনাই'র নেতৃত্বে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হতে হবে।
এছাড়াও তিনি দিল্লিতে চলমান সহিসংতাকে মুসলিম নিধন আখ্যা দিয়ে বলেন, সারা বিশ্বে আজ মুসলিমরা নির্যাতিত। বিশেষ করে ভারতের মুসলিমরা আজ মোদী সরকারের অবর্ননীয় নির্যাতনের শিকার। কসাই মোদী আরেকটা গুজরাট সৃষ্টি করতে চায়, যেকোনো মূল্যে মুজিববর্ষে বাংলাদেশে তার আগমন রুখে দিতে হবে।
সারাদেশ থেকে মোদীর আগমনের প্রতিবাদের পরেও সরকার যদি গণদাবীকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায় তাহলে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ভারত সরকারের সকল আগ্রাসনের প্রতিবাদে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
/এসএস