
ইসমাঈল আযহার।।
সিরিয়ার উত্তর অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিমান পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, আজ বুধবার সকালে রাশিয়ান সেনাবাহিনী ইদলিবের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ‘অর্ণবাহ’ গ্রামে বিমান হামলা চালিয়েছে এবং এতে ৪ জনের মৃত্যু হয়েছে। খবর তুর্কি বার্তা সংস্থা ইয়েনি শাফাকের।
খবরে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে অব্যাহত হামলায় এখন পর্যন্ত সিরিয়ায় নারী শিশুসহ নিহত হয়েছেন এক হাজার ৮০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। বাস্তুচ্যুত এসব নাগরিকরা তুরস্কের সীমান্তবর্তি শান্ত এলাকায় অস্থায়ী ঘর নির্মাণ করে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন।
সিরিয়ার নাগরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুুর্গি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছে, সিরিয়ায় রাশিয়ার অব্যাহত বিমান হামলায় আজ ৪ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। সিরিযার সেনাবাহিনীরা ওই হামলার প্রতিশোধ নিতে গিয়ে কাফর উওয়েদ, অর্ণবা, কানসফরা, সারমিন, কামিনাস এবং নাইরাব কয়েকটি গ্রামকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।
শহরটিতে হামলা চালানো সিরিয়ার আসাদ সরকারের সেনাবাহনীর অব্যাহত হামলার একটি অংশ বলে মনে করা হচ্ছে। ইদলিবে যুদ্ধবিরতির আশ্বাস দিয়ে থাকলেও তারা হামলা অব্যাহত রেখেছে।
ইয়েনি শাফাক থেকে ইসমাঈল আযহারের অনুবাদ
আই.এ/