পাবলিক ভয়েস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী জুরি রাতাস।
শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দনবার্তায় বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে ভবিষ্যতে বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী। আজ সোমবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী জুরি রাতাস তার বার্তায় বাংলাদেশ ও এস্তোনিয়ার পারস্পারিক সম্পর্ক আগামী দিনে আরো গভীর হবে বলে আশাপ্রকাশ করেন।