জাবি প্রতিনিধি : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের সরকার রাজনীতি বিভাগের ১৩৫নং কক্ষে সদস্যদের ভোটে ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের মাহবুব আলম টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে ডেপুটি টিম লিডার পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন, বাশিরুল ইসলাম ও দিপ্তি দেবনাথ। নির্বাচন পরিচালনা করেন জাবির সরকার রাজনীতি বিভাগের প্রভাষক ও জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা কামরুল হাসান ও টিম কো-অর্ডিনেটর দিলরুবা বেগম মোনালিসা। এসময় আরো উপস্থিত ছিলেন বিদায় কমিটির টিম লিডার মোস্তাফিজুর রহমান সুমন, ডেপুটি টিম লিডার শিহাব উদ্দিন ও সাবেক ডেপুটি টিম লিডার নাসির উদ্দিন লিংকন।
এ সময় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা কামরুল হাসান বলেন, ‘নির্বাচিত এ কমিটির হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বিরোধী তৎপরতা আরও বৃদ্ধি পাবে। জাবিতে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।’