
পাবলিক ভয়েস: ভারত সফরে আসছেন সুদূর মার্কিন মুলুকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে ভারতের আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে অবতরণ করবেন ট্রাম্প। ট্রাম্পকে বহন করে আনবে বোয়িং ৭৪৭-২০০বি সিরিজের বিমান ‘এ ওয়ান’।
ট্রাম্পকে বহন করে আনা এ বিমানটিকে আস্ত একটি দূর্গ বললেও ভুল হবে না। বিমানটিতে রয়েছে ডাইনিং রুম, কনফারেন্স রুম, অফিস রুম, আলাদা আলাদা বেড রুম। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থার সর্বোচ্চ ব্যবস্থাপনায় নেই কোনো ত্রুটি। আদতে একটি বিমান হলেও এটি একটি উড়ন্ত দূর্গ।
[caption id="attachment_68473" align="aligncenter" width="570"]
বিমানের ভিতরে অফিস রুম[/caption]
বোয়িং ৭৪৭-২০০বি সিরিজের একটি বিমানের অত্যন্ত কাস্টমাইজড ফর্ম হল এয়ারফোর্স ওয়ান। নীল-সাদায় রং করা এই বিমানের গায়ে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ লেখা রয়েছে বড় বড় অক্ষরে। বিমানের গায়ে আছে প্রেসিডেন্টের সিল সেই সাথে আছে আমেরিকার পতাকা।
তিনভাগে ভাগ করা আছে বিমানের অন্দরমহল। সব মিলিয়ে চার হাজার বর্গ ফুট আয়তনের এলাকা। যার সিংহভাগ প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির জন্য বরাদ্দ। তাতে আছে প্রেসিডেন্টের ব্যক্তিগত ডাইনিং রুম এবং কনফারেন্স রুম। এ ছাড়াও বিমানে সিনিয়র সদস্যদের জন্য আলাদা অফিস রুম আছে।
[caption id="attachment_68471" align="aligncenter" width="570"]
কনফারেন্স রুম[/caption]
বিমানের ভিতরে প্রেসিডেন্টের ব্যক্তিগত ডাইনিং রুম ছাড়াও আছে আরও একটি খাবার জায়গা। যেখানে অন্যান্য সদস্যরা একসঙ্গে ১০০ জন বসে খেতে পারেন। সিনিয়র সদস্য এবং সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং বিমানের কর্মীদের জন্য আলাদা বসার জায়গাও আছে।
এই বিমানের জ্বালানি ধারণ ক্ষমতা এতটাই যে, সারা বিশ্বে চক্কর দিতে পারবে। প্রয়োজনে মাঝ আকাশেই উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরেও নিতে পারবে। অন্য বিমানের মতো জ্বালানি ভরতে অবতরণের কোনও প্রয়োজনই নেই।
[caption id="attachment_68472" align="aligncenter" width="572"]
ডাইনিং রুমে রয়েছে একসঙ্গে ১০০ জনের খাবার খাওয়ার ব্যবস্থা[/caption]
প্রেসিডেন্টের বিমানের সুরক্ষা ব্যবস্থাও ততটাই শক্তপোক্ত। ঠিক যেন কোনো দুর্গ। ইলেকট্রোম্যাগনেটিক পালস্-এর বিরুদ্ধেও সহজেই রুখে দাঁড়াতে পারবে এই বিমান।
এয়ার ফোর্স ওয়ান একসঙ্গে ২৬ জন ক্রিউ সদস্য-সহ মোট ১০২ জন যাত্রীকে উড়িয়ে নিয়ে যেতে পারে। সমস্ত যাত্রীর জন্যই বিমানে আলাদা শোওয়ার ব্যবস্থা আছে।
[caption id="attachment_68470" align="aligncenter" width="570"]
বিলাসবহুল বেড রুম[/caption]
বিমানে সবসময় মজুত থাকে চিকিৎসক এবং প্রেসিডেন্টের জন্য রক্ত। রাস্তায় চলার সময় প্রেসিডেন্টের গাড়ির আগে-পিছু যেমন আরও অন্য গাড়ি থাকে কনভয়ে। তেমন সুরক্ষার জন্য প্রেসিডেন্টের বিমানের আগেও কিছু কার্গো প্লেন থাকে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বার বোয়িং ৭৪৭-৮০০ সিরিজের প্রেসিডেন্সিয়াল বিমান আনতে চলেছেন। যা আরও আধুনিক এবং বিলাসবহুল হবে।
/এসএস/পাবলিকভয়েস