অমর একুশে গ্রন্থমেলায় আসছে হাবিবুর রহমান মিছবাহ’র মোটিভেশনধর্মী বই ‘চেইঞ্জ ইউর মাইন্ড’। আগামী ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) মহান ভাষা দিবসে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের লেখক মঞ্চে বইটির মোড়ক উন্মোচণ করা হবে।
সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলা মিডিয়ার কাজ। কিন্তু বর্তমান বিশ্বে যেন এই ধারণাটাই অতীত হতে চলছে। এখন সাদাকে সাদা বলা হয় না, কালোকে কালো বলা হয় না সহজে।
অনেক ঘুরেয়ি-পেচিয়ে সাদাকে কালো বানানোর প্রয়াস চলে প্রতিনিয়ত। যা আমাদের চিন্তা-চেতনার বিকৃতি ঘটায়। সত্যকে জানতে, বুঝতে দেয়াল হয়ে দাঁড়ায়। ফলে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনে রাখে ব্যাপক ভুমিকা। ক্ষেত্র বিশেষে আমাদের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয় অপ্রত্যাশিত চিন্তার আশ্রয়ে। এমন সব বিষয় নিয়েই আলোকপাত করা হয়েছে ‘চেইঞ্জ ইউর মাইন্ড’ বইটিতে।
বইটি সাজানো হয়েছে আলোচনা, প্রবন্ধ, গল্প আর মূল্যবান কিছু কথামালা নিয়ে। পাঠক নিশ্চয়ই চিন্তার খোরাক পাবেন বইটিতে। সত্য জেনে আলোর পথে আসতে পাঠকের বিবেককে নিশ্চয়ই নাড়া দেবে ‘চেঞ্জ ইউর মাইন্ড’। বইয়ের প্রতিটি কথা, প্রতিটি আলোচনা, প্রতিটি গল্প মোটিভেশনালধর্মী। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং বাস্তবতা বুঝতে ও জানতে পাঠককে উদ্বুদ্ধ করবে।
২১ ফেব্রুয়ারি মেলার বিশতম দিনে বইটি পাঠকের হাতে পৌঁছুবে বলে নিশ্চিত করেছেন লেখক হাবিবুর রহমান মিছবাহ। বইমেলায় বাবুই প্রকাশনীর ৩২২-৩২৩ নং স্টলে বইটি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
হাবিবুর রহমান মিছবাহ একজন বহুপ্রতিভাময় আলেম। তিনি একাধারে বাংলাদেশের পরিচিত একজন বক্তা ও লেখক। অপরদিকে তিনি নিজ সম্পাদনায় পাবলিক ভয়েস টোয়েন্টিফোর নামে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালও পরিচালনা করেন। তাঁর ক্ষুরধার লেখনীতে মুগ্ধ হন পাঠকরা।
ইতিপূর্বে তার বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। এটি তার অষ্টম কাগুজে সন্তান। পাঠকমহলে তাঁর লিখিত বইগুলো বরবারই পাঠকপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা পেয়ে থাকে। ধারণা করা হচ্ছে এই বইটিও ব্যাপক পাঠকপ্রিয়তা পাবে।
বইটির প্রি-অর্ডার চলছে effortbd.com, ও rokomari.com-এ। বইটির অনলাইন পরিবেশক হিসেবেও থাকছে রকমারি এবং ইফোর্ট-বিডি।
বই পরিচিতি :
বই : চেঞ্জ ইউর মাইন্ড
লেখক : হাবিবুর রহমান মিছবাহ
পৃষ্টা : ১৯২— ১২ ফর্মা
বাঁধাই : বোর্ড
কভারমূল্য : ২৫০ টাকা (বিক্রয়মূল্য ২৫০ টাকা)
প্রচ্ছদ : ইবরাহীম কোব্বাদী
কাগজ : বসুন্ধরা অফসেট (৮০ গ্রাম)
পরিবেশক: বাবুই প্রকাশনী, স্টল নং- ৩২২-৩২৩
/এসএস