ইসমাঈল আযহার
সহ-সম্পাদক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে জম্মু ও কাশ্মীর ইস্যুতে কড়া বার্তা দিল ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।
সম্প্রতি পাকিস্তান সফরকালীন কাশ্মীর প্রসঙ্গে ভারতীয় পদক্ষেপের কড়া সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার ইমরান খানের সঙ্গে বৈঠককালে ভারতের আপত্তিকে অগ্রাহ্য করে প্রেসিডেন্ট এরদোগান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান দৃঢ় সমর্থনের কথাও বলেন। খবর এনডিটিভির।
এরদোগানের এমন পদক্ষেপে বেজায় নাখোশ ভারত। যদি ভারত বার বার দাবি করে আসছে জম্মু ও কাশ্মীর বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুরোটাই অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে অন্য কোনও দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ভারত বলেছে, জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে সমস্ত বিবৃতিকে প্রত্যাখ্যান করা হচ্ছে। কেননা এটি ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটি পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়।।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, পাকিস্তানের সংসদে তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মীর নিয়ে যা বলেছেন, আমরা তা পুরোপুরি নস্যাৎ করছি। পাশাপাশি তুরস্কের নেতৃত্বের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন কোনোভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান। পাকিস্তান থেকে যে সন্ত্রাসবাদের উৎপত্তি হচ্ছে যার প্রভাব পড়ছে ভারতসহ অন্যান্য দেশে। সেই ব্যাপারেও সতর্ক থাকার অনুরোধ করছি।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের নেওয়া পদক্ষেপের পুরোপুরি সমর্থন দেবে তুরস্ক’ পাকিস্তান সফরে গিয়ে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান একথা জানান।
আই.এ/