
ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দুলাল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত দুলাল উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোস্তফা মিয়ার ছেলে।
শনিবার সকালে তার নিজ বাড়িতে এ বিদুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, সকালে দুলাল তার নিজ বাড়িতে পানি উঠানোর জন্য মোটরের বিদ্যুৎ সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই রতন কুমার শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
/এসএস