ইসমাঈল আযহার:
সিরিয়ার সরকারী সেনাবাহিনী এবং তুর্কি সেনাবাহিনীর সঙ্গে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আলেপ্পোর একটি পল্লীতে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে। সিরিয়ার মানবাধিকার সংগঠন আল-মুরসদা বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল আরাবিয়া।
এদিকে, তুরস্কের সেনাবাহিনী আলেপ্পোর পশ্চিমে মিজানাজ এবং শায়খ আলী গ্রামে ও সিরিয়ার সেনা মোতায়েনের জায়গাগুলো লক্ষ্য করে গুলি চালায়। সিরীয় সেনাবাহিনী ‘আল-ফৌজ ৪৬’ এবং আলেপ্পোর একটি গ্রামে তুর্কি সেনাঘাঁটি লক্ষ্য গুলি চালানোর পরই পাল্টা গুলি চালায় তুর্কি সেনারা।
আলেপ্পো এবং ইদলিবের শহরগুলো কখনও ক্ষেপণাস্ত্র বিকট গর্জন আবার কখনও নীরবতা বিরাজ করছে। সিরিয়ার সেনাবাহিনী শহরটির চারপাশে বিরোধীদের ঘেড়াও করে রেখেছে এবং ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সিরিয়ার আল-মাখদার গ্রুপের মতে, আল-ফাওজ 46-এ অবস্থিত তুর্কি সেনারা আলেপ্পো শহরে সিরিয়ার সেনা ঘাঁটিতে আক্রমণ করেছিল। এদিকে রাশিয়ার সামরিক যোদ্ধারা আলেপ্পোর পশ্চিমে কাফনারাহ শহরের নিকটবর্তী অঞ্চলকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
আল আরাবিয়া থেকে ইসমাঈল আযহারের আনুবাদ
আই.এ/