করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে বসবাস করা আরও দুই বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ৪ জনে পৌঁছাল। খবর 'স্ট্রেইট টাইমস'
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে আরও দুই বাংলাদেশির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছে।
এর আগে গত রবিবার (৯ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশির খোঁজ পাওয়া যায়। এরপর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক বাংলাদেশির কথা জানায় সিঙ্গাপুর কর্তৃপক্ষ।
এ দিকে রহস্যময় করোনা ভাইরাসের বিস্তার কিছুতেই রোধ করা যাচ্ছে না। চীনের সীমা অতিক্রম মরে ইতোমধ্যে বিশ্বের ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এর মধ্যেই ১৩ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ।
আই.এ/